বাংলাদেশ সাম্প্রতিক

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ভাতা দেবে বিএনপি: তারেক রহমান1 min read

এপ্রিল ২৩, ২০২৫ < 1 min read

ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ভাতা দেবে বিএনপি: তারেক রহমান1 min read

Reading Time: < 1 minute

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে।’

বুধবার (২৩ এপ্রিল) বিকেল নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা, উদ্যোক্তা তৈরির জন্য যুবকদের পাশে থাকা এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে, তেমনি আর্ন্তজাতিকভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে।’

তিনি বলেন, ‘আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১ দফা বাস্তবায়ন করব। কেননা, আমরা দেশের ২০ কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। দেশের মানুষের কাছে নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে ৩১ দফার কর্মশালার আলোচনা পৌঁছে দেবেন।’

১/১১ সময়ের পর থেকে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা-জুলুম হয়েছে উল্লেখ করে তারেক বলেন, ‘আমরা জুলুম করব না, প্রতিশোধ নেব না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণর কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরব।’

কর্মশালায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *