বিশ্বের শীর্ষ ৫ জন ধনী খেলোয়াড়1 min read
Reading Time: 3 minutesজনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ফোর্বস প্রতিবছরই বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষে থাকা মানুষদের তালিকা প্রকাশ করে থাকে। এসব তালিকার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকাও। ২০১৮ সালে খেলোয়াড়দের আয়ের ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ ১০০ জন ধনী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় কারা আছেন শীর্ষ পাঁচে আজ আপনাদের তা জানাবো।
৫. রজার ফেদেরার-টেনিস (৯৩.৪মিলিয়ন ডলার)
বিশ্বের সর্বোচ্চ আয়কারী পাঁচ ক্রীড়াবিদের মধ্যে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে স্থান করে নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার; ফোর্সের এই তালিকায় তার স্থান পঞ্চম। সুইচ এই তারকা তার ক্যারিয়ার জীবনে ইতিমধ্যেই ১২৪ মিলিয়ন ডলার প্রাইজমানিই অর্জন করে ফেলেছেন। এছাড়া ক্রেডিট সুইস, মার্সিডিজ–বেঞ্জ(mercedes-benz) এবং রোলেক্সের মতো খ্যাতনামা সব ব্রান্ডের পণ্যদূত হওয়ার মাধ্যমে ৮৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই টেনিস তারকা দাতব্য কাজের জন্যও বিখ্যাত। তার প্রতিষ্ঠিত দাতব্য ফাউন্ডেশন আফ্রিকার কয়েক মিলিয়ন শিশুকে শিক্ষিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
৪. ক্যানেলো আলভারেজ- বক্সিং(৯৪ মিলিয়ন ডলার)
বলা হয় যে, ক্রিয়া জগতের ইতিহাসে আর্থিক পৃষ্ঠপোষকতা ধারণাকেই বদলে দিয়েছেন যিনি, তিনি হলেন ক্যানেলো আলভারেজ। এই তারকা স্ট্রিমিং সার্ভিস ড্যাজনের(DAZN) সঙ্গে ৫ বছরের জন্য ৩৬৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী তিনি ১১টি বক্সিং ম্যাচে অংশ নেবেন। ২০১৮ সালে তার আয় দাঁড়িয়েছে ৯৪ মিলিয়ন ডলার; যা তাকে ফোর্বসের প্রকাশিত শীর্ষ ধনী খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে দিয়েছে।
৩. নেইমার- ফুটবল (১০৫ মিলিয়ন ডলার)
বার্সেলোনার পর্বের ইতি টেনে বর্তমানে পাঁচ বছরের জন্য প্যারিস সেন্ট-জার্মেইন(PSG) ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নেইমার ২০১৮ সালে ১০৫ মিলিয়ন ডলার আয় করে বিশ্বের ধনী খেলোয়াড়দের তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। এই আয়ের মধ্যে ৩০ মিলিয়ন ডলার আয় করেছেন ডিএজেডএন, বিটস ইলেক্ট্রনিক্স, ইলেকট্রনিক আর্টস, জিলেট, মাস্টারকার্ড, ম্যাকডোনাল্ডস, নাইকি, রেড বুল, টিসিএল এবং আরো কিছু প্রতিষ্ঠানের অংশীদারিত্ব থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ফলোয়ারের সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি।
২. ক্রিস্টিয়ানো রোনালদো- ফুটবল (১০৯ মিলিয়ন ডলার)
৯ বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকার পর ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন জুভেন্টাস ক্লাবে। কিন্তু তাতে তার অর্থ প্রাপ্তির খাতায় তেমন কোন পরিবর্তন আসেনি। ফোর্বসের তালিকার দ্বিতীয় স্থানে তার অবস্থান। জুভেন্টাসের সঙ্গে বার্ষিক ৬৪ মিলিয়ন ডলারে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। আর হের্বালাইফ, অল্টিস, ডিএজেএন, এমটিজি, ইলেক্ট্রনিক আর্টস এবং আরও কিছু প্রতিষ্ঠানের অংশীদারিত্ব থেকে তারা আয় আসে বছরে প্রায় ৪৪ মিলিয়ন ডলারেরও বেশি। ৩৩ বছর বয়সী এই তারকার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৪০০ মিলিয়নেরও বেশি; যা সেলিব্রেটিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।
১. লিওনেল মেসি- ফুটবল (১২৭ মিলিয়ন ডলার)
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ও অর্থ উপার্জনকারী খেলোয়াড় হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনার এই সুপারস্টারের গত বছরের আয় ১২৭ মিলিয়ন ডলার; যার মধ্যে ৩৫ মিলিয়ন ডলার আয় করেছেন স্পনসরশিপ ও বেশ কিছু প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে। ২০০৩ সালে বার্সেলোনার হয়ে মেসির ফুটবল খেলার জগতে প্রথম অভিষেক হয়। ইতিমধ্যেই তিনি এই ক্লাবের পক্ষে ৬৮৭টি ম্যাচ খেলে ফেলেছেন এবং গোল করেছেন ৬০৩টি। এছাড়াও তিনি ছয়বার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন।
খেলোয়ারদের আয়ের পরিবর্তনের কারণে প্রতিবছরই বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়ারদের তালিকায় স্থানের রদবদল হয়। তাই এ বছর শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকুন, পরবর্তী সময়ে কারা উঠে আসছে বিশ্বের শীর্ষ ধনী খেলোয়ারদের তালিকা।