বড় জয়ের পথে জো বাইডেন 1 min read
Reading Time: 2 minutesশেষ মুহুর্তে এসে একূল ওকূল সবই হারাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের ২৫৩ ইলেকটরাল কলেজের বিপরীতে ২১৩ ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এমনিতেই অনেকটা পিছিয়ে ছিলেন তিনি। তবে আশ্বাস ছিল পেনসেলভানিয়া আর জর্জিয়া নিয়ে। এছাড়া নেভাডাতেও অনেকটা ব্যবধান কমিয়ে আনতে পেরেছিলেন তিনি। তবে শেষ কয়েক ঘন্টা সব হিসেবই বদলে গিয়েছে ব্যাপকভাবে। জর্জিয়া এবং পেনসেলভানিয়াতে দারুণভাবে ফিরে এসেছেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫ টায় প্রথমবারের মত দোদুল্যমান পেনসেলভানিয়াতে এগিয়ে যান জো বাইডেন। বর্তমান হিসেব টিকে থাকলে বাইডেনের ভোট হবে ৩০৬। আর তাতে কপাল পুড়বে ডোনাল্ড ট্রাম্পের।
জর্জিয়ার নাটকীয়তা
জর্জিয়া সবসময়ই লাল দুর্গ নামেই পরিচিত ছিল। শেষবার এখানে ডেমোক্র্যাটদের হয়ে জয় পেয়েছিলেন বিল ক্লিনটন। এরপর আল-গোর, বারাক ওবামার মত জনপ্রিয় নেতারাও জর্জিয়ায় এসে হারের মুখ দেখেছিলেন। গত নির্বাচনেও একই ভাগ্য বরণ করেছিলেন বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন। তবে এবার সেই হিসেব উল্টাতে পারেন জো বাইডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জর্জিয়াতে প্রায় ২ হাজার ভোটে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। জর্জিয়াতে এখন পর্যন্ত দুইজনেই ৪৯ দশমিক ৪ শতাংশ হারে ভোট পেয়েছেন। প্রায় ৯৯ শতাংশ ভোটের ফলাফল এরইমাঝে চলে এসেছে। বর্তমানে চলছে শেষ মুহুর্তের গণনা। এই অবস্থায় বাইডেন যদি শেষ পর্যন্ত এগিয়ে থাকেন তবে তার ইলেকটোরাল কলেজ ভোট হবে ২৬৯।
পেনসেলভানিয়াও হারালেন ট্রাম্প
গতকাল সন্ধ্যা থেকেই গণমাধ্যম যা আশা করছিলো, ভোরের আলো ফুটতেই সেটা সত্য হল পেনসেলভানিয়াতে। গতকাল সারারাত পেনসেলভানিয়ার ফিলাডেলফিয়াতে ভোট গণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবীরা। প্রতি ব্যাচেই কমে আসছিল দুজনের ব্যবধান। ভোরের শেষ ব্যাচে ব্যালট জমা পড়েছিল ৩১ হাজারের কিছু বেশি। আর সেখানেই বাজিমাত করেন জো বাইডেন। সিএনএন এর দেয়া তথ্য অনুযায়ী, শেষ ব্যাচে ২৭ হাজার ৩৯৬ ভোট পেয়েছেন জো বাইডেন। আর কেবলমাত্র ৩ হাজার ৭৬০ ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে। বলে রাখা ভাল, এখানে প্রায় ৮ হাজার ভোট বাতিল হয়েছে এবং আরো প্রায় ২৯ হাজার ভোট আইনি জটিলতায় আটকে আছে। সেক্ষেত্রে ব্যবধান কি বাড়বে দুজনের? সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৮ শত ভোটে এগিয়ে আছেন জো বাইডেন। শেষবার এখানে হিলারি ক্লিনটনকে ৪৪ হাজার ভোটে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ভাগ্য কি তাকেই বরণ করতে হবে? আপাতদৃষ্টিতে জর্জিয়ার পর পেনসেলভানিয়াতেও দূর্ভাগ্য বরণ করতে হচ্ছে বর্তমান প্রেসিডেন্টকে।
নেভাডা আর অ্যারিজোনা এখনো বাইডেনের কাছে
ঠিক ২৪ ঘন্টা আগেও বাইডেনের কাছে নেভাডা ছিল সবেধন নীলমণির মতো। ট্রাম্প সমর্থকদের হামলায় অ্যারিজোনার ভোট গ্রহণ বন্ধ হবার পর কেবল নেভাডাতেই এগিয়ে ছিলেন বাইডেন। কিন্তু তাতেও ক্রমেই ব্যবধান কমাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে রাত বাড়ার সাথে ব্যবধানটাও আবার চওড়া করেছেন বাইডেন। বর্তমানে নেভাডায় সাড়ে ১১ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি। নেভাডায় দারুণ প্রত্যাবর্তনের আশাটাও তাই ট্রাম্পের জন্য এখন অনেকটা অসম্ভব।
অন্যদিকে নতুন করে গণনা শুরু হবার পর অ্যারিজোনাতেও সুবিধাজনক অবস্থায় আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ৪৭ হাজার ৫২ ভোটের ব্যবধানে সেখানে এগিয়ে আছেন ওবামা প্রশাসনের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। সব মিলিয়ে বলতে গেলে বড় জয়ের দিকেই এগুচ্ছেন বাইডেন।
লেখক- জুবায়ের আহম্মেদ