টেস্ট ক্রিকেটে নিজ দলের হয়ে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার1 min read
Reading Time: 3 minutesটেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা যেকোন ব্যাটসম্যানের জন্য একটি বিশেষ অনুভূতি। একজন ক্রিকেটারের দীর্ঘ সময়ের পরিশ্রম এবং অপেক্ষার যোগফলে টেস্ট দলে জায়গা করে নেন। তাই নিজ দেশের হয়ে সেঞ্চুরি মানে প্রত্যেক ব্যাটসম্যানের কাছে বিশেষ এক মুহূর্ত। সেখানে একবাড় ভেবে দেখুন তো দেশের পক্ষে প্রথম সেঞ্চুরি যে ব্যাটসম্যানের তার অনুভূতি! আমাদের আজকের এই লেখায় আমরা উপস্থাপন করবো এমন সব ক্রিকেটারের কথা যারা টেস্ট ক্রিকেটে নিজের দেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেছেন।
Charles Bannerman – Australia
চার্লস ব্যানারম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিলো ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। চার্লস ব্যানারম্যান দলের হয়ে ইনিংস উদ্বোধন করেছিলেন এবং রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১৬৫ রানে অপরাজিত ছিলেন। তিনি ছিলেন সে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান ও ম্যান অফ দ্যা ম্যাচ। সে ম্যাচে তার দল ৪৫ রানে জয় লাভ করেছিলো।
ম্যাচটির আরো একটি বিশেষত্ব হলো– এটি ছিলো টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ যার প্রতি ওভারে ছিলো ৪ বল।
WG Grace – England
অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রেসের করা সেঞ্চুরিটি ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরি হিসেবে নিবন্ধ করেছিলেন। গ্রেস ইংল্যান্ড দলের ওপেনার ছিলেন এবং সেই ম্যাচে ২৯৪ বলে ১৫২ রান সংগ্রহ করেছিলেন। ইংল্যান্ডের হয়ে এটি ছিলো দুর্দান্ত একটি সেঞ্চুরি। একই ম্যাচে অস্ট্রেলিয়ার মারডোক অপরাজিত ১৫৩ রান করেন। তবে ইংল্যান্ড দল তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এর মাধ্যমে ৫ উইকেটে জয় লাভ করে।
Jimmy Sinclair – South Africa
১৮৯৯ সালে জিমি সিনক্লেয়ার দক্ষিণ আফ্রিকার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রান করেছিলেন। কিন্তু, ইংল্যান্ড ২১০ রানে ম্যাচটি জিতেছিলো।
Clifford Roach – West Indies
ক্লিফোর্ড রোচ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের প্রথম সেঞ্চুরিয়ান। ক্লিফোর্ড রোচ প্রথম ইনিংসে ১২২ রান করেছিলেন, যার মধ্যে ২২ টি বাউন্ডারি ছিলো। দ্বিতীয় ইনিংসে এই ডানহাতি ব্যাটসম্যান ৭৭ রান সংগ্রহ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে জর্জ হেডলিও ১৭৬ রান সংগ্রহ করেছিলো কিন্তু প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রোচের নাম নিবন্ধনভুক্ত করা হয়।
Stewie Dempster – New Zealand
ডেম্পস্টার নিউজিল্যান্ডের উজ্জ্বল ব্যাটসম্যান ছিলেন। সে সময় ইংল্যান্ড দল ছিলো সাফল্যের তুঙ্গে। সেই ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হওয়ার আগে তিনি ১২০ রান করেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে।
Lala Amarnath – India
অমরনাথ ছিলেন প্রথম এশিয়ান ক্রিকেটার যিনি টেস্ট ফর্ম্যাটে সেঞ্চুরি করেছিলেন। ১৯৩৩ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ইংল্যান্ড– ভারত ম্যাচের দ্বিতীয় ইনিংসে লালা অমরনাথ সুন্দর একটি সেঞ্চুরি উপহার দিয়েছিলেন। অমরনাথ ভারতের হয়ে ২৪ টি টেস্ট খেলে ২৪.৩৮ গড়ে ৮৮৮ রান করেছিলেন। বোলার হিসাবে ৩৫ টেস্ট ইনিংসে ৩২.৯১ গড়ে ৪৫ টি উইকেট শিকার করেছেন।
Nazar Mohammad – Pakistan
১৯৫২ সালে ভারত –পাকিস্থান মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নজর মোহাম্মদের ব্যাট থেকে এসেছিলো ১২৪ রান। তার এই অসাধারণ ব্যাটিং পাকিস্তান দলকে খুব সহজে পৌঁছে দিয়েছিলো জয়ের সীমারেখায়। তিনি পাকিস্থানের হয়ে ভারতের বিপক্ষে ৫ টি টেস্ট খেলেছিলেন। সব ইংনিসে তার পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো।
Sidath Wettimuny – Sri Lanka
সেঞ্চুরি হাঁকানো প্রথম লঙ্কান ব্যাটসম্যান হলেন সিদাথ ওয়েটিমুনি। নিজেদের দেশের মাটিতে প্রথম দুটি টেস্ট ম্যাচ হেরে ওয়েটিমুনি ১৯৪২ সালের ১৪ ই মার্চ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৫৭ রান করেছিলেন। ওয়েটটিমুনি অবসর নেওয়ার পরে রেফারি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি ২০০৬ সালে শ্রীলঙ্কান ক্রিকেট সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। লর্ডস–এ সেঞ্চুরি করা প্রথম লঙ্কান তিনি।
Dave Houghton – Zimbabwe
ডেভ শুধু দলের হয়ে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানই নয়, টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের নেতৃত্বদানকারী প্রথম খেলোয়াড়ও তিনি। হারেরেতে ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্টে ১২১ রান করেছিলেন তিনি। তার ব্যাটিং জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড এনে দিয়েছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিলো।
Aminul Islam – Bangladesh
২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছিলো বাংলাদেশের জন্য খুব স্মরণীয় একটি ম্যাচ। আমিনুল তার অভিষেক ম্যাচে দলের হয়ে করেছিলেন ১৪৫ রান। এই ইনিংসটি তাকে রাতারাতি করে তুলেছিলো “জাতীয় নায়ক “। তবে গাঙ্গুলি এবং সুনীল জোশির দুর্দান্ত পারফরম্যান্সে শেষপর্যন্ত ভারত জয় লাভ করেছিলো।
Kevin O’Brien – Ireland
আয়ারল্যান্ডের সেরা ক্রিকেটারদের মধ্যে কেভিন ও’ব্রায়েন অন্যতম। ইতোমধ্যে তার নামে অনেক রেকর্ড রয়েছে। তিনি তার দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং সবচেয়ে দ্রুততম ক্রিকেট বিশ্বকাপ সেঞ্চুরির মালিক তিনি। ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ও’ব্রায়ান অনূর্ধ্ব –১৯ বিশ্বকাপে তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।
Rahmat Shah – Afghanistan
রহমত শাহ আফগানিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন। দলের হয়ে টেস্ট ফরম্যাটে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ বাউন্ডারি ও ২টি ছক্কা সহ তার ব্যাট থেকে আসে ১০২ রান।