খেলা

কিছু বিখ্যাত ক্রিকেটার ও তাদের অজানা প্রতিভা 1 min read

অক্টোবর ২০, ২০১৯ 4 min read

author:

কিছু বিখ্যাত ক্রিকেটার ও তাদের অজানা প্রতিভা 1 min read

Reading Time: 4 minutes

এই পৃথিবীর প্রতিটি মানুষ কোন না কোন প্রতিভা নিয়ে জন্মায় অনেকেই নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে হয়ে উঠে দশ জনের একজন  অনেকের ক্ষেত্রে আবার  নিজেদের প্রতিভা সুপ্ত অবস্থায় থেকে যায় অনেকে আছেন যাদের আপাতদৃষ্টিতে কম প্রতিভাধর মনে হলেও কঠোর পরিশ্রম তাদের নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। সাধারণত ক্রিকেটরা ৩৫ থেকে ৩৮ বছর বয়েসেই অবসর নিয়ে নেন জীবনের পরবর্তী ধাপে একেকজন একেক কাজ বেঁছে নেন নিজেকে ব্যস্ত রাখার জন্য। ক্রিকেটের বাইরে অন্য কাজে নিজেদের প্রতিভার জানান দিয়েছেন এমন কিছু বিখ্যাত ক্রিকেটারদের কথা আজ এই লেখাতে আপনাদের জানাবো।  

অ্যান্ড্রু ফ্লিনটফ- বক্সার 

অ্যান্ড্রু ফ্লিন্টফ ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ছিলেন সমান ক্যারিশম্যাটিক ইংল্যান্ডের হয়ে ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে তিনি ২২৬ উইকেট শিকার করেছেন এবং সংগ্রহ করেছেন ৩৮৪৫ রান ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর তিনি বক্সিং ট্রেনিং গ্রহণ শুরু করেন ২০১৫ সালের মার্চ মাসে ফ্লিনটফ বক্সার হিসেবে প্রথমবার অস্ট্রেলিয়ায় ম্যাচ জিতেন ফ্লিনটফের বক্সিং অভিষেক ছিলো স্মরণীয়। অভিষেকেই তিনি বিখ্যাত আমেরিকান বক্সার রিচার্ড ডসনের বিপক্ষে জয় লাভ করে সম্মানের পাশাপাশি নিজ দেশের জন্য অর্জন করেছিলেন পয়েন্ট

ডোয়াইন ব্রাভো- গায়ক 

ডোয়াইন ব্রাভো

ক্রিকেট মাঠের এন্টারটেইনার ব্রাভোর ছক্কা হাঁকিয়ে বল মাঠের বাইরে পাঠানোর দৃশ্য সকলের নিশ্চয়ই ভীষণ চেনা তার ব্যাটবলের ঝংকারে দর্শকদের মন যেমন নেচে উঠে তেমনি তিনি গানের সুরেও মাতিয়ে রেখেছেন ক্রিকেট বিশ্বকে ব্রাভোর “Champion” গানটি ইতোমধ্যেহিটতকমা পেয়েছে এখন অনেক বিখ্যাত সংগীত পরিচালকরা ব্রাভোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাভো জানিয়েছেন, খেলা থেকে অবসর গ্রহণের পর তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুনভাবে ক্যারিয়ার শুরু করতে চান 

ম্যাথু হেইডেন- শেফ

পাকা রাধুনী হিসেবেও ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন ম্যাথু হেইডেন

ম্যাথু হেইডেন নামটি যখন মনে আসে তখনই চোখের সামনে ভেসে উঠে তার পাওয়ারফুল হিটিং এর দৃশ্য ক্রিকেট ছাড়াও এই ওপেনারের অন্য একটি গুণ রয়েছে যা হয়তো আপনারা অনেকেই জানেন না বিধ্বংসী এই ওপেনার একজন দক্ষ রাঁধুনী এমনকি রান্নার উপর তার লেখা একটি বই প্রকাশিত হয়েছে এই বইটিতে তিনি তার জীবনবৃত্তান্ত ছাড়াও রান্না সম্পর্কিত অভিজ্ঞতা ব্যক্ত করেছেন তবে রান্না ছাড়াওসার্ফিংএর প্রতি হেইডেনের বিশেষ আগ্রহ রয়েছে 

অনিল কুম্বলে-  ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার 

সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে পরেন অনিল কুম্বলে; Photo Credit: yourstory.com

দীর্ঘ সময় ভারতীয় বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়া এই লেগ স্পিনারের ওয়াল্ডলাইফ ফটোগ্রাফির প্রতি রয়েছে বিশেষ আগ্রহ। ৬১৯ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলেকে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়েও ছবি ক্লিক করতে দেখা গেছে অনেকবারই। সম্প্রতি তার তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বেশ প্রশংসিত হয়েছে অনিল কুম্বলের তোলা অসাধারণ ছবি দেখতে তার টুইটার  আকাউন্টটি ফলো করতে পারেন

শেন ওয়ার্ন- পোকার 

পোকার খেলায় মত্ত শেন ওয়ার্ন; Photo Credit: pokernes.com

হ্যাঁ, পোকার, আপনি ঠিক শুনেছেন পোকার একটি কার্ড গেম যা দুজন বা তার বেশি ব্যক্তি একটি নির্দিষ্ট অংককে ঠিক রেখে খেলে থাকেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনার একজন দুর্দান্ত পোকার গেমার শেন ওয়ার্নের এর মতে, ক্রিকেট এবং পোকার গেমের মধ্যে অনেক মিল রয়েছে। দুটো খেলায় দীর্ঘ ছোট প্রতিযোগিতায় বিভক্ত করা যায় তিনি আরো বলেছেন, পোকারের প্রতি তার আগ্রহ জন্মানোর কারণ এই খেলার রোমাঞ্চকর অভিজ্ঞতা, অর্থ নয়

ব্রেট লি- গায়ক 

ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোশলের সাথে ব্রেট লি

ব্রেট লির আগুন ঝরানো বোলিংয়ের কথা নিশ্চয় মনে আছে? ক্রিকেট বিশ্বে তিনি ছিলেন ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক তবে ক্রিকেট মাঠের বাইরে নিজের নরম সুরেও তিনি মাতিয়েছেন শ্রোতাদের ভারতের কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের  একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল গানের পাশাপাশি গীটার হাতেও তিনি বেশ দক্ষ গানের বাইরে ব্রেট লিকে কয়েকটি সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে 

কপিল দেব- গলফ 

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কের অবসর সময় কাটে গলফ খেলে; Photo Credit: www.kreedon.com

১৯৮৩ সালে ক্রিকেটে ভারতকে ওয়ার্ল্ড কাপ জেতানো এই নায়ক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ১৯৯৪ সালে ২০১৮ সালে কপিল দেব আবারও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তবে এবার ক্রিকেট নয়, অংশগ্রহণ করেছেন এশিয়া প্যাসিফিক সিনিয়রস গল্ফ টুর্নামেন্টে তিনি নোইড়ার জেপি গ্রিনস গলফ কোর্সে অনুষ্ঠিত অল ইন্ডিয়া সিনিয়র টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছিলেন 

লেখক- পূজা ধর 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *