২৪-৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলা: দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর1 min read
Reading Time: < 1 minuteপাকিস্তানের বিরুদ্ধে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ভারত। আজ বুধবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ডনকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে তিনি এ তথ্য পেয়েছেন।
কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
এর আগেই গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই হামলার প্রতিক্রিয়ায় দেশটির সেনাবাহিনীকে ‘অপারেশন চালানোর পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
তথ্যমন্ত্রী আতাউল্লাহ গণমাধ্যমকে বলেন, “পাকিস্তানের কাছে এমন বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে—ভারত সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো অভিযোগের অজুহাতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।”
তিনি আরও বলেন, “ওই অঞ্চলে ভারতের এমন আত্মঘোষিত বিচার ও শাস্তিদানের ভূমিকা জোরালোভাবে প্রত্যাখ্যান করছে পাকিস্তান। ভারত সম্পূর্ণ বেপরোয়া আচরণ করছে।”
পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের ভুক্তভোগী জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আমরা এর যন্ত্রণা গভীরভাবে অনুভব করতে পারি। বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময়ই কঠোর নিন্দা জানিয়েছি।”
এর জন্য পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সত্য উদ্ঘাটনে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে বলে জানান তারার।
তিনি জোর দিয়ে বলেন, “এটি দুঃখজনক। ভারত কোনো যুক্তি না দিয়েই স্পষ্টতই একটি বিপজ্জনক, বেপরোয়া ও সংঘাতময় পথ বেছে নিয়েছে। এর পরিণতি এই অঞ্চল ও এর বাইরেও ভয়াবহ হবে।”
তিনি বলেন, “এমন তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের প্রকৃত উদ্দেশ্যকে উন্মোচিত করছে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জনগণের আবেগকে উসকে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়।”
তারার আবারও স্পষ্ট করে বলেন, “ভারতের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব নিশ্চিতভাবেই এবং যথাযথভাবে দেওয়া হবে। আর আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সচেতন থাকতে হবে যে, এই বিশৃঙ্খলা এবং তার পরিণতির সম্পূর্ণ দায়ভার ভারতের ওপরেই বর্তাবে।”
পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় জাতি কোনো কিছুর বিনিময়েই পিছু হটবে না বলে উল্লেখ করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।