টানা না হলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির1 min read
Reading Time: < 1 minuteএকই ব্যক্তির সর্বোচ্চ দুবার পরপর প্রধানমন্ত্রিত্ব নয়, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে একবার গ্যাপ দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই মত দিয়েছে দলটি।
টানা না হলেও বিরতির পর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দাবি বিএনপির
রবিবার (২০ এপ্রিল) দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, ‘পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি।
রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয়। এতদিন পরে নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিভ্রান্তির সুযোগ নেই।’
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারে বিএনপি একমত হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত। মৌলিক অধিকারে সব না এনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে, ততটুকু করার আহ্বান জানানো হয়েছে।’
সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ করায় মত দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করা হবে।’
নির্বাচনে প্রার্থিতার বয়স নূন্যতম ২১ বছর করার প্রস্তাবনায় দ্বিমত পোষণ করেছে বিএনপি। তিনি আরো বলেন, ‘কিছু কিছু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করা যায়, সবগুলোতে নয়।
এক ব্যক্তি দল এবং সরকার প্রধান হওয়ার প্রস্তাবনায় আপত্তি রয়েছে। এটি দলের স্বাধীনতা। গণতান্ত্রিক চর্চার জন্য অপশন থাকা উচিত বলে মনে করে তারা।’
উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়ে বিএনপি একমত। কোন প্রক্রিয়ায় হবে এটি আলোচনাধীন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, ‘রাষ্ট্রীয় কোনো চুক্তি হলে সংসদে উপস্থাপনের বিষয়ে একমত। তবে তাৎক্ষণিক চুক্তি প্রকাশ হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ক্ষমতার ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতা বাড়ানোর ব্যাপারেও বিএনপি একমত।’
তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করার পরিবেশ এখনো হয়নি।’ বিএনপি সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর চায় বলে জানান তিনি।