বাংলাদেশ সাম্প্রতিক

সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও সহযোগিতা পাইনি: ঢাবি উপাচার্য1 min read

মে ১৮, ২০২৫ < 1 min read

সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও সহযোগিতা পাইনি: ঢাবি উপাচার্য1 min read

Reading Time: < 1 minute

কোনো কোনো মহল থেকে সাম্য হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ চেয়েও আমরা সহযোগিতা পাইনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে সবাইকে একত্রিত হতে হবে।

আজ (রোববার, ১৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এসময় নিহত সাম্যের ভাই বলেন, ‘সব সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ফায়দা হাসিলের জন্য যেন কালক্ষেপণ না করা হয়; সেজন্য সতর্ক থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে।’

এদিন সকাল থেকেই অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হয়ে সাম্য হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার চেয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ ছাত্ররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *