সৌদির কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র1 min read
Reading Time: < 1 minuteসৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলার (প্রায় চার হাজার ২৫২ কোটি টাকা) মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি আরব সফরের আগে এই অনুমোদন দেওয়া হলো।
পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, এই চুক্তির আওতায় সৌদি আরব এআইএম-১২০ মডেলের এক হাজারটি মাঝারি পাল্লার নিক্ষেপযোগ্য (আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করা) ক্ষেপণাস্ত্র কিনবে।
এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রধান ঠিকাদার অ্যারিজোনাভিত্তিক আরটিএক্স করপোরেশন। বিশ্বজুড়ে বহু সামরিক বাহিনীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচিত হয়। পাইলট কর্তৃক উৎক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় রাডার দ্বারা পরিচালিত।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফরে ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এর আগে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে সংক্ষিপ্ত যাত্রা করেছেন।
উল্লেখ্য, ট্রাম্প তেলসমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করার কৃতিত্ব দাবি করেছেন। সৌদি আরব রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবেও ভূমিকা রেখেছে।