Site icon Bangla Info Tube

সিআইএ (CIA) ইসলামিক স্টেট (আইএস) সৃষ্টি করেছে- জুলিয়ান অ্যাসাঞ্জ

Image Source: shiapost.com

Reading Time: 2 minutes

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আইএসকে তৈরি করেছে, এমনটাই দাবী করেছেন উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ উল্লেখ্য যে তিনি ১৯৭৯ সালের কিছু গোপন তথ্য এবং নথিপত্র উন্মোচন করে সেই সালটাকেই আইএস এর উত্থানের সময় বলেও দাবী করেছেন

উইকিলিকস এর ৬ষ্ঠ সাল পদার্পণে তিনি এই তথ্য প্রকাশ করেছেন উইকিলিকস হল অনুসন্ধানকারী একটি ওয়েবসাইট যেটি ইতোমধ্যেই প্রায় ৫ লাখেরও বেশি গোপন তথ্য প্রকাশ করে ফেলেছে এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ বলেন, এর আগেও আমরা দেখেছিলাম যে মার্কিন মদদে কীভাবে আল-কায়েদা নামক একটি ভয়াবহ জঙ্গি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে আবারও, আর এইবার সিআইএ এর প্রত্যক্ষ মদদে তৈরি হয়েছে বর্তমান সময়ের ভয়ানক জঙ্গি সংস্থা আইএস

তিনি আরো বলেন, ইতোপূর্বে সৌদি আরব এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একত্র হয়ে আফগানিস্তানের জঙ্গি সংস্থা আল কায়েদা গঠন করেছিল কেবলমাত্র সোভিয়েত ইউনিয়নকে দমিয়ে রাখার জন্য অতঃপর ৯/১১ এর সন্ত্রাসী হামলার পরে ইরাক এবং আফগানিস্তানে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করার জন্য সুকৌশলে আল-কায়েদাকেই ব্যবহার করেছিল পরবর্তীতে আল-কায়েদার প্রয়োজন ফুরিয়ে আসলে সেটা দমন করে, সিআইএ এখন তৈরি করেছে আইএস নামক এই জঙ্গি সংগঠনটি

এছাড়া ১৯৭৯ সালে তৎকালীন বিশ্বে যেভাবে বেশ কিছু ঘটনার জন্ম হয়েছিল সে ব্যাপারেও তিনি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাপারে ব্যাখ্যা দেয়ার সময় তিনি বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করেন, আর সেগুলো হল ইরানের বিপ্লব, সৌদি-ইসলামিক বিদ্রোহ, মিসরে ইসরাইলের ক্যাম্পে ডেভিড চুক্তি এই ঘটনাগুলোর মাধ্যমে শুধুমাত্র বর্তমান সময়ের আঞ্চলিক ক্ষমতাই বৃদ্ধি হয়নি বরং মধ্যপ্রাচ্যের তেল সংগ্রহ, ইসলামিক উগ্রপন্থী কিছু ধারণা এবং বিশ্বের নেতৃত্বেও এসেছিল ব্যাপক কিছু পরিবর্তন

এছাড়া মক্কার বিদ্রোহের কথা বলে তিনি সৌদি আরবের ওহাবি আন্দোলনের দিকে ধাবিত হওয়ার কথা উল্লেখ করেন এই ওহাবি আন্দোলন ইসলামিক দেশগুলোর মধ্যে মৌলবাদ বৃদ্ধি করেছে, এছাড়া আফগানিস্তানে আমেরিকা এবং সৌদির যৌথ হয়ে অস্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টা তো রয়েছেই

জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, ঠিক এই সময়টাতেই ওসামা বিন লাদেন তার দেশ সৌদি আরব ত্যাগ করে পাকিস্তানে চলে আসেন তৎকালীন আফগানের জঙ্গিবাদে মদদ দেয়ার জন্য

তৎকালীন সময়ে আফগানে সাইক্লোন পরবর্তী ত্রাণ এবং সাহায্যের নামে জঙ্গি বাহিনীদের মদদ দেয়ার জন্য সৌদি আরব এবং সিআইএ যৌথ ভাবে কোটি কোটি ডলার পাঠিয়েছে আফগানে এতে করে দুটো কাজ সম্পন্ন হয়েছে, আল কায়েদার উত্থান হয়েছে এবং একই সাথে সোভিয়েত ইউনিয়নেরও পতন হয়েছে বলে জুলিয়ান এসেঞ্জ দাবী করেন

লেখক- ইকবাল মাহমুদ 

Exit mobile version