রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই1 min read
Reading Time: < 1 minuteপাকিস্তানি জনগণকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই। ’
সোমবার (২৬ মে) মোদি তার শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে গুজরাটের ভূজে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির।
মোদি আরও বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’
জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে, পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদি।
এরপরই তিনি বলেন, ‘সুখ-শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছেই।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ আমাদের বোনদের সিদুঁর মুছে ফেলার সাহস করে, তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল এবং আমাদের নারীরা মাত্র ৭২ ঘণ্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। পাকিস্তানের হামলার জবাব এতই শক্তিশালী ছিল যে তাদের সমস্ত এয়ারবেস আজও আইসিইউ-তে রয়েছে এবং তখনই পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।’
এদিকে জার্মানি সফরের সময় ফ্রাঙ্কফুর্টার অলগেমেইন জেইতুং সংবাদপত্রকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকা পাকিস্তানি নাম এবং স্থান দিয়ে পূর্ণ, এবং এই স্থানগুলোকেই আমরা লক্ষ্যবস্তু করেছি…পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি অত্যন্ত উন্মুক্ত ব্যবসা। এমন একটি ব্যবসা যা রাষ্ট্রের মাধ্যমে সমর্থিত, অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়। এমনকি তাদের সামরিক বাহিনীও।’