বাংলাদেশ বিশ্ব সাম্প্রতিক

ভারতের চেয়ে বেশি অন্য কোনো দেশ বাংলাদেশের মঙ্গল চায় না1 min read

এপ্রিল ১০, ২০২৫ < 1 min read

author:

ভারতের চেয়ে বেশি অন্য কোনো দেশ বাংলাদেশের মঙ্গল চায় না1 min read

Reading Time: < 1 minute

‘বাংলাদেশের মঙ্গল কামনায় ভারতের চেয়ে আর কোনো দেশ অগ্রণী নয়। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে, সঠিক সিদ্ধান্ত নেবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সেমিনারে এ মন্তব্য করেছেন।

নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে বুধবার (৯ এপ্রিল) বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ভিত্তি বহু বছরের পুরনো এবং এটি জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি যে বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন। নির্বাচনই জনমত প্রকাশের এবং গণতান্ত্রিক ম্যান্ডেটের পুনর্নবীকরণ করার উপায়। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ সেই পথেই চলবে।

থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সময়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। এই বৈঠকটি দক্ষিণ এশিয়ায় বেশ আলোচিত ছিল এবং কিছুদিন পর জয়শঙ্কর এই মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং জনমুখী, যা অন্য কোনো সম্পর্কের চেয়ে গভীর। তবে, বাংলাদেশের জনগণের মুখ থেকে যে উদ্বেগপূর্ণ বক্তব্য বেরিয়ে আসছে, তা আমাদের চিন্তার বিষয়। উগ্রপন্থী প্রবণতা এবং সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছি।”

জয়শঙ্কর আরও বলেন, “ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এবং একজন বন্ধু হিসেবে, আমরা সর্বদা বাংলাদেশকে মঙ্গল কামনা করি। আমাদের জন্য, বাংলাদেশকে সঠিক পথে চলতে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে প্রথম বৈঠক হয়। এই বৈঠকটি বাংলাদেশের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে ড. ইউনূসের সঙ্গে মোদির আচরণ নিয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *