ফিলিস্তিনের পক্ষে ঢাকায় লাখো মানুষের ঢল, উত্তাল সোহরাওয়ার্দী উদ্যান1 min read
Reading Time: 2 minutesইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’। এরইমধ্যে লাখো লাখো লোকের সমাগমে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল নামে।
আজ বিকেল ৩টায় সেখানে গণজমায়েত অনুষ্ঠিত হবার কথা থাকলেও সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি-শার্ট, মাথার ব্যান্ডসহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন তারা। কর্মসূচি শুরুর ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই জনস্রোত আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।
এ সময় মিছিল আগত থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নেবো আমরা’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’সহ নানান স্লোগান দিতে দেখা যায়।
এতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।
‘মার্চ ফর গাজা’ ও গণজমায়েত কর্মসূচিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা দলে দলে এ কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘মার্চ ফর গাজা’য় উপস্থিত থাকবেন এবং সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের ফেসবুক পেজে আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—
১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন—পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, বাংলামোটর থেকে আগতরা রমনা গেট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। এছাড়া জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (দোয়েল চত্বর হয়ে), নীলক্ষেত মোড় থেকে আগতরা টিএসসি গেট দিয়ে (ভিসি চত্বর হয়ে) সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।