Site icon Bangla Info Tube

গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাতের ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান: খালেদা জিয়া

Reading Time: < 1 minute

দীর্ঘ সাত বছর পর বিএনপির বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন।

জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐকবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

খালেদা জিয়া বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। ”

আগামী নির্বাচনে সাফল্যের জন্য দলের নেতাকর্মীদের ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়।”

তিনি বলেন, “বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে।”

পতিত সরকার গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার গভীর ষড়যন্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে এই চক্রান্ত ব্যার্থ করে দিতে আহ্বান জানান।

দেশবাসীকে প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

Exit mobile version