চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, ‘ব্ল্যাকমেইলে’ নতি স্বীকার করবে না চীন1 min read
Reading Time: 2 minutesযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।
তারা বলেছে, চীনের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়ে মূলত ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প। তার এই পদক্ষেপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে চীন।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় বলে সিএনএন ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
গত ২ এপ্রিল চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এতে আগের শুল্কসহ মোট শুল্কহার ৫৪ শতাংশ ছাড়িয়ে যায়।
এর জবাবে দুদিন পর যুক্তরাষ্ট্রের সব রপ্তানি পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত জানায় চীন, যা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে দুর্লভ খনিজ সম্পদের রপ্তানি কমানো এবং দেশটির নির্দিষ্ট কিছু কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং।
সোমবার এর প্রতিক্রিয়ায় ট্রাম্প হুঁশিয়ারি দেন, চীন যদি মঙ্গলবারের মধ্যে প্রতিশোধমূলক শুল্ক তুলে না নেয়, তাহলে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নয়, বরং ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এও জানান, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার যে ‘অনুরোধ’ চীন করেছে, তা রাখা হবে না।
চলতি সপ্তাহে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “চীনের পন্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র একের পর এক ভুল করে যাচ্ছে।
“এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেল করার স্বভাব আবারও প্রকাশ পেয়েছে।”
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “যুক্তরাষ্ট্র যদি এভাবেই জেদ করে রাখতে চায়, তাহলে তার মোকাবেলা শেষ পর্যন্ত করা হবে।
“যুক্তরাষ্ট্র যদি চীনের বিরুদ্ধে শুল্ক নিয়ে পদক্ষেপ আরও জোরদার করে, তাহলে চীন তার অধিকার ও স্বার্থরক্ষায় পাল্টা পদক্ষেপ নেবে।”
বলা বাহুল্য, ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে এই পাল্টাপাল্টি পদক্ষেপ বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করে তুলবে।
গত ২ এপ্রিল বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতিকে এলোমেলো করে দেন ট্রাম্প। এর ফলে আন্তর্জাতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় তারা। বাণিজ্যযুদ্ধে কোনও পক্ষই যে শেষ পর্যন্ত জয়ী হয় না, তা মাথায় রাখা দরকার।