বিশ্ব সাম্প্রতিক

ক্যানসারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন1 min read

মে ১৯, ২০২৫ < 1 min read

author:

ক্যানসারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন1 min read

Reading Time: < 1 minute

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা এরইমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেনের দপ্তর এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যার কারণে ৮২ বছর বয়সী বাইডেন চিকিৎসকের পরামর্শ নেন। এরপর শুক্রবার (১৬ মে) তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।

চিকিৎসকদের ভাষ্য, বাইডেনের ক্যানসারটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির। তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯, যা ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে ‘উচ্চ-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ করে। এই ধরনের ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে গ্লিসন স্কোর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। এটি কোষের গঠন, আকৃতি এবং বিস্তারের ধরন বিশ্লেষণ করে ক্যানসারের মাত্রা ও সম্ভাব্য চিকিৎসা নির্ধারণে সাহায্য করে।

বাইডেনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই ক্যানসার হরমোন সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। বর্তমানে তার পরিবার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।

এদিকে, বাইডেনের অসুস্থতার খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই সমবেদনা জানানো হয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া বাইডেনের খবর শুনে ব্যথিত। তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন ও তার পরিবারকে শুভকামনা জানান।

প্রসঙ্গত, এক বছর আগেই বয়স ও শারীরিক অবস্থার কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে বাইডেন ক্যানসার সচেতনতায় কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় চালু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসার মৃত্যু রোধের লক্ষ্য নিয়ে এই গবেষণা কর্মসূচি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *