Site icon Bangla Info Tube

মানব ইতিহাসের ৫ কুখ্যাত গণহত্যা

ইতিহাসের ৫ কুখ্যাত গণহত্যা; Image Source: about-history.com

Reading Time: 4 minutes

গণহত্যা শব্দটির সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত গণহত্যা শব্দটি ইংরেজি (Genocide) জেনোসাইড শব্দটির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকায়, একটি নির্দিষ্ট সময়ে অধিক সংখ্যক মানুষকে হত্যা করার ঘটনাকে বুঝাতে গণহত্যা শব্দটি ব্যবহার করা হয়পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে অসংখ্য গণহত্যার ঘটনা আমাদের সামনে চলে আসে। সাধারণত শাসকশ্রেণী দ্বারা এসব হত্যাকাণ্ডগুলো ঘটেছে। কিছু কিছু গণহত্যা এতটাই ভয়ঙ্কর ও বিভীষিকাময় ছিলো যে, সব গণহত্যার ইতিহাস কিংবা বিবরণ শুনলে যেকোনো মানুষই শিহরিত হয়ে উঠবে। 

আজকে আমরা এমন ৫ টি বর্বর গণহত্যা সম্পর্কে আলোচনা করবো-

১. ২৫শে মার্চের ভয়াল কালো রাত্রি

পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নীলনকশা প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙ্গালীদের উপর যে বর্বর ও বিভৎস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা ইতিহাসে ২৫ মার্চের কালোরাত্রি হিসেবে সবার কাছে পরিচিত হয়ে আছে এই গণহত্যা চালানোর বেশ কয়েকদিন আগে থেকেই গোপনে তারা প্রস্তুতি নেয় তাদের উদ্দেশ্যই ছিলো বাঙালি জাতীয়তাবাদকে মূলেই ধ্বংস করে দেওয়া আর এই উদ্দেশ্য নিয়েই ১৯৭১ সালের ২৫ মার্চে, রাত ১১ টা বা সাড়ে এগারোটা নাগাদ পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা বাঙালি নিরস্ত্র জনগণের ওপর আক্রমণ করতে রাস্তায় বেরিয়ে আসে

পাকিস্তানী হানাদার বাহিনীর হত্যার স্বীকার নিরীহ মানুষ; Image Source: Kalerkantho.com

তারা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুমন্ত বাঙালির উপর আক্রমণ চালায় তাদের এই আক্রমণ অপারেশন সার্চলাইট নামে পরিচিত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ জনগণ ও বাঙালি রিকশাচালকও তাদের এই আক্রমণ থেকে রক্ষা পায়নিমার্কিন সাংবাদিক রবার্ট পেইন এই রাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সেই রাতে সাত হাজার মানুষকে হত্যা করা হয় এবং তিন হাজারেরও অধিক মানুষকে গ্রেফতার করা হয়ঢাকাতে এই হত্যাকান্ড শুরু হলেও তা পরবর্তীতে ছড়িয়ে পড়ে দেশব্যাপী; শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।  

২. আর্মেনীয় গণহত্যা

উনিশ শতকের মাঝামাঝি সময়ে রুশ ও তুর্কি অটোম্যান শাসকগোষ্ঠীর অধীনে বাস করতো আর্মেনীয় জাতি অটোম্যান সাম্রাজ্যের পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে প্রায় ১৭ থেকে ২৩ লাখ আর্মেনীয়দের বসবাস ছিল অটোম্যান সাম্রাজ্যের শাসকেরা এই আর্মেনীয়দের সন্দেহের চোখে দেখতো এবং নিজেদের শত্রু মনে করতো তুর্কি অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অস্ট্রিয়া- হাঙ্গেরি পক্ষ গ্রহণ করে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ২৪ এপ্রিল ১৯১৫ সালে আর্মেনীয়দের কয়েকনেতা ও বুদ্ধিজীবীদের ধরে নিয়ে তুরস্কের বর্তমানের ইস্তাম্বুলে বন্দি করে পরবর্তীতে তাদের বেশিরভাগকে হত্যা করে এবং কিছু সংখ্যক মানুষকে মরুভূমিতে নির্বাসিত করে ২৪ই এপ্রিল আর্মেনীয়রা গনহত্যা দিবস পালন করে থাকে

আর্মেনীয় হত্যাকাণ্ড; Image Source: banglatribune.com

অটোম্যান সাম্রাজ্যের শাসকেরা আর্মেনীয়দের উপরে  বীভৎস হত্যাকাণ্ড পরিচালনা করেবিষ প্রয়োগ, পানিতে ডোবানো, উত্তপ্ত মরুভূমিতে হাঁটানো, আগুনে পোড়ানো, গুলি করা এমন সব উপায়ে আর্মেনিয়ার মানুষদের হত্যা করেএমনই সব নরকীয় হত্যাকাণ্ডের পর গণহত্যা শেষ হলে আর্মেনীয়দের সংখ্যা নেমে আসে মাত্র তিন লক্ষ ৮৮ হাজারে আর্মেনীয়রা দাবি করে, তাদের ১৫ লাখ মানুষকে এই গণহত্যায় মেরে ফেলা হয়েছিল এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মৌখিকভাবে আর্মেনীয়রা পেলেও এর ক্ষতিপূরণ এখনো পায়নি আর অটোম্যান সাম্রাজ্য অর্থাৎ বর্তমান তুরস্কও এটিকে গণহত্যা হিসেবে মেনে নিতে নারাজ

৩. বসনিয়া গণহত্যা

১৯৯২ সালের এপ্রিল মাসে বসনিয়া হার্জেগোভিন সরকার যুগোস্লাভিয়া প্রজাতন্ত্র থেকে নিজেদেরকে স্বাধীন হওয়ার ঘোষণা প্রদান করেএই স্বাধীনতা ঘোষণার অপরাধে বসনিয়ামুসলিম ও ক্রোয়েশীয় নাগরিকদের ওপর সার্বরা নরকীয় হত্যাযজ্ঞ চালায়সার্বরা ছিল যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের মদদপুষ্ট সেনাবাহিনী১৯৯৫ সাল পর্যন্ত চলা প্রায় তিন বছরের এই হত্যাযজ্ঞে সার্বরা কমপক্ষে ১ লক্ষ মানুষকে হত্যা করেএদের মধ্যে ৮০% ছিলো বসনিয়ান মুসলিম নারীদের ধর্ষণ ও নির্যাতন করে মেরে ফেলততাদের এই অমানুষিক হত্যাযজ্ঞই ইতিহাসে বসনিয়া গণহত্যা নামে পরিচিত

৪. হলোকাস্ট গণহত্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলা এই হলোকাস্ট গণহত্যাটি ইতিহাসে বেশ নেতিবাচকভাবে প্রসিদ্ধ হয়ে আছেহলোকাস্ট শব্দটির বাংলা হলো সবকিছু পু্ড়িয়ে ফেলা তবে এটি দ্বারা মূলত হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক ৬০ লাখ মানুষকে হত্যা করার ঘটনাকেই বোঝানো হয়ে থাকেহিটলারের নাৎসী বাহিনী ইউরোপ মহাদেশ থেকে ইহুদীদের অবাঞ্ছিত ঘোষণা করেতারপর থেকেই ইহুদীদের উপর নির্মম নির্যাতন শুরু হ গুলি করে, অনাহারে রেখে, আবার অতিরিক্ত কাজে বোঝা চাপিয়ে কিংবা কন্সেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে মানুষদের নির্মমভাবে হত্যা করতো নাৎসি বাহিনী

১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা এই হত্যাযজ্ঞে কী পরিমান মানুষকে হত্যা  করা হয়েছিল তা নিয়ে মতভেদও রয়েছে কোনো কোনো তথ্যমতে, ১১ মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছিল আবার কোনো উৎস থেকে পাওয়া যায়, এক কোটি ৭০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিলো এই নৃশংস গণহত্যায়। 

৫. হিরোশিমা ও নাগাসাকি গণহত্যা

Image Souce: Quartz

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৯৪৫ সালের আগস্ট মাসে আমেরিকা কর্তৃক হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা হয়যুক্তরাষ্ট্র ৬ই আগস্ট হিরোশিমায় লিটল বয় নামক পারমানবিক বোমা বর্ষণ করে এই বোমার আঘাতে প্রায় লক্ষ মানুষ মারা যায় এমন হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাট ম্যান আরেকটি পারমানবিক বোমা আর এই বোমার বিস্ফোরণে প্রাণ হারায় ৭০ হাজারেরও অধিক মানুষএই দুই বোমার আঘাতে দুটি শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলমানুষ থেকে শুরু করে সব প্রানীই যে যে অবস্থাতে ছিলো, সেই অবস্থায়ই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই বোমার নেতিবাচক প্রভাব এখনো এই দুই শহরের অধিবাসীদের বয়ে বেড়াতে হয়এমন ভয়ঙ্কর গণহত্যার শিকার হয়ে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হয়

সাধারণত শাসক গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করে এসব হত্যাযজ্ঞ পরিচালনা করেএইসব গণহত্যাগুলো মানব ইতিহাসকে কলঙ্কিত করেছে ভবিষ্যতে এমন গণহত্যার ঘটনা আর না ঘটুক, এমনটি সবার প্রত্যাশা

লেখক- আমিনুল ইসলাম 

Exit mobile version