Site icon Bangla Info Tube

১৯৭১ সালের পর বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু

Reading Time: < 1 minute
  • পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ৫০ হাজার টন চাল কেনার চুক্তি
  • প্রথম ধাপের ২৫ হাজার টন চাল বাংলাদেশের পথে
  • দ্বিতীয় ধাপের ২৫ হাজার টন আসবে মার্চের শুরুতে

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি পাকিস্তানের পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ৫০ হাজার টন চাল কেনার চুক্তি করেছে। যা ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) মাধ্যমে সম্পন্ন হয়েছে। চুক্তিটি ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির চাল বাংলাদেশ দুই ধাপে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির অনুযায়ী প্রথম ধাপের ২৫ হাজার টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় ধাপের চাল মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনঃস্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version