বাংলাদেশ সাম্প্রতিক

হাসিনার দোসররা চায় না, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক1 min read

এপ্রিল ১২, ২০২৫ < 1 min read

হাসিনার দোসররা চায় না, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক1 min read

Reading Time: < 1 minute

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। কে বা কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

তবে বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। আনন্দ শোভাযাত্রার ঠিক দুদিন আগে এমন ঘটনা হতাশাও বটে। যদিও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

যেখানে তিনি বলেছেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।

এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশী তাৎপর্যপূর্ণ হয়।

কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরও বোশি সংখ্যায় অংশ নিব।

গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ঐ বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যাম্ভাবী হয়ে উঠল।

জুলাই চলমান।
Leave a comment

Your email address will not be published. Required fields are marked *