বিশ্ব

দুবাই শাসকের ধন-সম্পদ ফেলে রাজকুমারী হায়া পালালেন কেন?1 min read

জুলাই ৮, ২০১৯ 2 min read

author:

দুবাই শাসকের ধন-সম্পদ ফেলে রাজকুমারী হায়া পালালেন কেন?1 min read

Reading Time: 2 minutes

জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেইনের কন্যা ও দুবাই এর শেখ মোহাম্মেদ বিন রশিদ আল–মাকতুমের স্ত্রী রাজকুমারী হায়া বিনতে হুসাইন কিছুদিন আগে দুবাই ছেড়ে জার্মানিতে পালিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন। রাজকুমারী জার্মানিতে পালিয়ে যাওয়ার পরে জার্মানির সাথে দুবাইয়ের কূটনৈতিক সম্পর্কেও এটি বেশ প্রভাব ফেলে। হয়ত এজন্যই জার্মানি থেকে রাজনৈতিক আশ্রয় পান নি এই রাজকুমারী। বর্তমানে তিনি এখন লন্ডনে অবস্থান করছেন।  শেখ মাকতুম তার পূর্বের সংসারের কন্যা লতিফাকে বন্দী করে অত্যাচার করেছেন এই খবর যখন হায়া জানতে পারেন তখন তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। লতিফার ব্যাপারে হায়াকে জানানো হয়েছিল যে লতিফা কিছুটা বিপদে আছে এবং তাকে উদ্ধার করতে হবে। লতিফা আমেরিকায় পালিয়ে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলেন।  

এছাড়াও অন্য একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে বিগত বেশ কিছুদিন ধরে শেখ মাকতুম তার স্ত্রী হায়ার সাথে তার বডি-গার্ডের সখ্যতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। বাদশাহ তাকে অবৈধ সম্পর্ক নিয়ে সন্দেহ করছেন এবং এই সন্দেহর কারণে তার প্রাণ নাশেরও আশংকা ছিল বলে রাজকুমারী হায়া জানিয়েছেন।

বর্তমানে রাজকুমারী হায়া তার ৭ এবং ১১ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সেখানে বসবাসরত অবস্থায় দুবাইয়ের বাদশাহ এর সাথে বিবাহ বিচ্ছেদের জন্য আইনি লড়াই লড়তে যাচ্ছেন। এই আইনি লড়াই শুধুমাত্র বিবাহ বিচ্ছেদের জন্যই ব্যাপারটি এমন নয় বরং তার সন্তানেরা আইনগতভাবে  দুবাই শেখের কাছে থাকবে নাকি তার নিজের কাছে থাকবে এটাও বোঝা যাবে কেস শেষ হওয়ার পর। যুক্তরাজ্যের হাইকোর্টের ফ্যামিলি ডিভিশন এই মামলার প্রথম হিয়ারিং এর সময় নির্ধারণ করেছে জুলাই এর ত্রিশ তারিখ।  

গত বছর রাজকুমারী লতিফা একটি ইয়টে করে দুবাই থেকে পালিয়ে যেতে নিচ্ছিলেন, তখন পুলিশের স্পেশাল বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে এবং কথিত আছে বর্তমানে তিনি দুবাইয়ের জেলে অবস্থান করছেন। কিন্তু এই তথ্য রাজকুমারী হায়ার থেকে সম্পূর্ণভাবে গোপন করে রাখেন  শেখ মাকতুম। হায়া প্রথমে এসবের কিছুই জানতেন না। তবে পরবর্তীতে তিনি জানতে পারেন যে তার স্বামী শেখ মাকতুম লতিফাকে আটক করে অত্যাচার করছেন।  

উল্লেখ্য যে রাজকুমারী হায়া দুবাইয়ের বাদশাহ শেখ মোহাম্মেদ বিন রশিদ আল–মাকতুমের ৬ষ্ঠতম স্ত্রী। তিনি জর্ডানের বর্তমান রাজা  দ্বিতীয় আবদুল্লাহর বোন। রাজকুমারী হায়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন এবং ২০০০ সালের অলিম্পিকে শো-জাম্পে তিনি জর্ডানকে প্রতিনিধিত্ব করেন। ২০০৪ সালে রাজকুমারী হায়া দুবাইয়ের এই বাদশাহ শেখ মাকতুমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  

লেখক- ইকবাল মাহমুদ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *