অর্থনীতি লাইফ স্টাইল

একজন ফটোগ্রাফার হিসেবে আপনি যেভাবে আয় করতে পারেন1 min read

জুলাই ২২, ২০১৯ 3 min read

author:

একজন ফটোগ্রাফার হিসেবে আপনি যেভাবে আয় করতে পারেন1 min read

Reading Time: 3 minutes

বর্তমান সময়ে তরুণ প্রজন্ম ক্যারিয়ার গড়ার হাতিয়ার হিসেবে সৃজনশীল পেশাকে বেছে নিতে বেশি আগ্রহী হয়ে উঠছে আর যত সৃজনশীল কাজ ও পেশা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফটোগ্রাফি আপনি যদি একজন যোগ্যতাসম্পন্ন ও দক্ষ ফটোগ্রাফার হয়ে থাকেন, তবে আপনিও ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে পারেন। আপনার সামনে  ফটোগ্রাফার হিসেবে আয় করারও রয়েছে বিভিন্ন পন্থা।  

প্রাতিষ্ঠানিক চাকরি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে বর্তমানে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা ফটোগ্রাফার পদে লোকবল নিয়োগ দিয়ে থাকে আপনার যদি ফটোগ্রাফিতে ভালো যোগ্যতা ও দক্ষতা থাকে,  তবে এসব প্রতিষ্ঠানে ফটোগ্রাফার হিসেবে চাকরি করতে পারেন টুরিস্ট কোম্পানি, সংবাদ ও পত্রিকা প্রতিষ্ঠান, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পার্টটাইম কিংবা ফুলটাইম হিসেবে ফটোগ্রাফার নিয়োগ থাকেএসব প্রতিষ্ঠানে ফটোগ্রাফার হিসেবে চাকরি করে মোটামুটি মোটা অঙ্কের বেতন পাবেন  

স্টক ফটোগ্রাফি সাইট

অনেক মানুষ আছে যারা বিভিন্ন কারণে সুন্দর ও আকর্ষণীয় স্থান এবং দেশে ভ্রমণ করতে পারে না। তারা সুন্দর সুন্দর স্থান এবং দেশ দেখার জন্য বিভিন্ন স্টক ফটোগ্রাফি সাইটে ভিজিট করে থাকে স্টক ফটোগ্রাফি সাইটে থাকে দেশ-বিদেশের সুন্দর ও আকর্ষণীয় স্থানের অসংখ্য ছবিআর স্টক ফটোগ্রাফির পরিচালকেরা ফটোগ্রাফারদের থেকে ছবি ক্রয় করে থাকে আপনি যদি একজন ট্রাভেল ফটোগ্রাফার হন এবং আপনার কাছে যদি হাই রেজুলেশনের ছবি থাকে, তবে আপনি এসব স্টক ফটোগ্রাফি সাইটে আপনার ছবি বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন আই-স্টক (Istock), বিগস্টক(bigstock), সুটারস্টক (shutterstock) ইত্যাদি অনেক স্টক ফটোগ্রাফি সাইট বর্তমানে অনলাইনে গড়ে উঠেছে।     

ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ

বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা প্রায়ই আলোকচিত্র, ছবি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকে আপনার কাছে যদি আকর্ষণীয় ও উচ্চ গুনমানসম্পন্ন ছবি থাকে, তবে আপনি এসব ছবি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন ফটোগ্রাফার হিসেবে আয় করার অন্যতম একটি মাধ্যম হয়ে উঠতে পারে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করাকারণ আপনার ছবি যদি নির্বাচকদের দ্বারা সেরা হিসেবে বিবেচিত হয়, তবে আপনি একদিকে যেমন সম্মান ও সনদ অর্জন করতে পারবেন, তেমনি সঙ্গে অর্থ আয় করতে পারবেন

ফটোগ্রাফি ব্লগ

বর্তমানে অনলাইনে আয় করার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে ব্লগিং আর ব্লগিং করার জন্য অসাধারণ একটি নিহতে পারে ফটোগ্রাফিআপনি যদি ফটোগ্রাফির পাশাপাশি একজন ভালো লেখক হয়ে থাকেন, তবে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পেশা হতে পারে ব্লগিং নিজস্ব একটি ব্লগ সাইট খুলে আপনি যদি ছবি প্রকাশ করেন ও পাশাপাশি ফটোগ্রাফির উপর বিভিন্ন আর্টিকেল প্রকাশ করেন তবে আপনি খুব সহজেই ভিজিটরদের আকৃষ্ট করতে পারবেন আর যখন আপনার ব্লগে ভিজিটর সংখ্যা বাড়তে থাকবে তখন আপনি গুগল এডসেন্স, বিভিন্ন কোম্পানির স্পনসর্ড অ্যাডভারটাইজ ইত্যাদির মাধ্যমে প্রচুর অর্থ আয় করার সুযোগ পাবেন।  

ইউটিউব চ্যানেল

ফটোগ্রাফার হিসেবে আয় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল তৈরি, টিপস ও ট্রিকস শেয়ারসহ ফটোগ্রাফির উপর বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করুন আপনি যদি আকর্ষণীয় ও শিক্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন, তবে খুব সহজেই ভিজিটরদের আকৃষ্ট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পেলে সহজেই আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন ছাড়াও বিভিন্ন উপায়ে ইউটিউব থেকে আয় করা সম্ভব। 

নিজস্ব ফটোগ্রাফির ব্যবসা

ছবিকে পণ্য হিসেবে ব্যবহার করে আপনি সহজেই গড়ে তুলতে পারেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানআপনি যদি ফটোগ্রাফি বিজনেস শুরু করেন তবে আপনার জন্য অর্থ আয়ের দুয়ার খুলে যাবে কারণ নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলে আপনি ছবি বিক্রি করা ছাড়াও আপনার প্রতিষ্ঠানে ফটোগ্রাফার নিয়োগ দিয়ে তাদের দ্বারা ফটোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন কাজ করানোর মাধ্যমে প্রচুর অর্থ আয় করার সুযোগ পাবেন। 

গ্রাহক পরিষেবা

মানুষ তাদের নিজেদের প্রয়োজনে ছবি তোলার জন্য সাধারণত স্টুডিওতে গিয়ে থাকে আপনি নিজেই একটি স্টুডিও খুলে এসব গ্রাহকদের পরিষেবা দিতে পারেন; এতে আপনার প্রচুর অর্থ আয়ের সুযোগ ঘটবে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন কাজে মানুষের ছবির দরকার পড়ে ফলে আপনি যদি একটি স্টুডিও খুলে ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চান, তবে গ্রাহক সংকটে পড়া নিয়ে চিন্তা করতে  হবে না। 

ইভেন্টে অংশগ্রহণ কিংবা ব্যক্তিগত ফটোগ্রাফার 

বর্তমানে নানা উপলক্ষে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে; আর এসব ইভেন্ট যেমন: বিবাহ অনুষ্ঠান, জন্মদিন পার্টিসহ বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফারদের নিয়োগ দেওয়া হয় তাই আপনি যদি একজন ভালো ফটোগ্রাফার হন, তবে আপনি এসব ইভেন্টে ফটোগ্রাফি সার্ভিস প্রদানের মাধ্যমে প্রচুর অর্থ আয় করার সুযোগ পাবেনআবার অনেক মানুষেই যখন কোনো দর্শনীয় ও নান্দনিক স্থান ভ্রমণে বের হয়, তখন নিজস্ব ফটোগ্রাফার ভাড়া করে নিয়ে থাকে

ফটোশপ সার্ভিসিং

অধিকাংশ ফটোগ্রাফাররাই ফটোশপে পারদর্শী হয়ে থাকে আর আপনিও যদি ফটোগ্রাফার হওয়ার পাশাপাশি ফটোশপে পারদর্শী হয়ে থাকেন; তবে ফটোশপ সার্ভিসিংয়ের মাধ্যমে সহজেই অর্থ ইনকাম করতে পারেন আপনি আপনার তোলা ছবিগুলো ফটোশপের মাধ্যমে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন; এতে বিভিন্ন ক্ষেত্রে আপনার চাহিদা বৃদ্ধি পাবে  

সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজের ক্ষেত্র ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ফলে সময়ের পরিক্রমায় ফটোগ্রাফারদেরও অর্থ আয়ের নানা পন্থা বের হচ্ছেতাই যুগের সঙ্গে পাল্লা দিয়ে আপনি যদি ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে পারেন, তবে খুব সহজেই প্রচুর অর্থ আয় করার সুযোগ পাবেন এবং উজ্জ্বল ক্যারিয়ার গঠন করতে সক্ষম হবেন

লেখক- আমিনুল ইসলাম 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *