Site icon Bangla Info Tube

গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

WordPress database error: [Table 'nexwbeaw_wp412.wpjm_litespeed_avatar' doesn't exist]
INSERT INTO `wpjm_litespeed_avatar` SET url='https://secure.gravatar.com/avatar/c4d3c52e47f9d61acd84c7fa4594b39c?s=72&d=mm&r=g', md5='d80cca0d4473217e4d927ff3f63c1fb0', dateline=1747514298

https://banglainfotube.com/wp-content/litespeed/avatar/d80cca0d4473217e4d927ff3f63c1fb0.jpg" srcset=" https://banglainfotube.com/wp-content/litespeed/avatar/15d30a42b8872844161f2c06e307fd59.jpg?ver=1747510719 1x, https://banglainfotube.com/wp-content/litespeed/avatar/89a17e51f31578b9084bbbf712a65ba1.jpg?ver=1747510720 2x, https://banglainfotube.com/wp-content/litespeed/avatar/d80cca0d4473217e4d927ff3f63c1fb0.jpg 3x " alt="Momen" width="24" height="24" layout="fixed" > Momen
Reading Time: 2 minutes

অবরুদ্ধ গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ইসরায়েলকে এ বিষয়ের হালনাগাদ তথ্যও সরবরাহ করা হচ্ছে। তবে পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে কতজন ফিলিস্তিনি গাজা ত্যাগ করতে রাজি হবে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাতে শনিবার (১৭ মে) রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। লিবিয়া সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনাও সেরে নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, ফিলিস্তিনি স্থানান্তরের সিদ্ধান্তের চুক্তি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

এনবিসি নিউজ আরও জানিয়েছে, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল ছেড়ে দেবে ট্রাম্প প্রশাসন, যা এক দশকেরও বেশি সময় আগে জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।

এই পরিকল্পনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় ফিলিস্তিনিদের স্থানান্তর ও চুক্তির বিষয়ে আলোচনা সম্পর্কে ইসরায়েলকে অবগত রাখা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা ফিলিস্তিনিদের গাজা ছেড়ে উত্তর আফ্রিকার দেশটিতে যেতে উৎসাহিত করতে বিনামূল্যে আবাসন এবং সম্ভবত আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ।

তবে এ বিষয়ে ইসরায়েল বা লিবিয়ার দুই সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন পরিকল্পনা বা চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদ কোনো মন্তব্য করেনি। এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম ফিলিস্তিনিদের লিবিয়ায় পুনর্বাসনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি জানান, এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানা নেই হামাসের। স্থানান্তর পরিকল্পনা সত্য হলে এর নিন্দা জানান তিনি।

বাসেম নাইম বলেন, ‌‘ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি প্রতিষ্ঠিত, মাতৃভূমির প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং মাতৃভূমি, পরিবার এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। ফিলিস্তিনিরাই কেবল সিদ্ধান্ত নেবেন তাদের কোথায় থাকা উচিত আর কী করা উচিত নয়। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই। ’

একজন কর্মকর্তা বলেছেন, গাজা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে কোথায় বসতি স্থাপন করা যেতে পারে তা এখনও স্পষ্ট নয়, মূলত ২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে বিশৃঙ্খলা ও বিভক্তিতে নিমজ্জিত লিবিয়া, দীর্ঘস্থায়ী স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করা হয়েছিল। মাঠের পরিস্থিতি এমন পরিকল্পনার পক্ষে অগ্রহণযোগ্য।

Exit mobile version